1. ajkernirbangla@gmail.com : দৈনিক আজকের নীর বাংলা : দৈনিক আজকের নীর বাংলা
  2. info@www.ajkernirbangla.com : দৈনিক আজকের নীর বাংলা :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

আমি আছি নারায়ণগঞ্জবাসীর প্রাণে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

হে তিনি আছেন নারায়ণগঞ্জবাসীর প্রানে। বলছিলাম নারায়ণগঞ্জবাসীর নয়ন মনি, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, গরিব দুঃখির সাথি, খেটে খাওয়া মানুষের শক্তি, জননেতা জাকির খানের কথা।

নারায়ণগঞ্জের সন্ত্রাসের গড ফাদার ওসমান পরিবারের বিরুদ্ধে যখন কেউ মুখ খুলতে সাহস পেতনা তখনই গর্জে উঠেছিলো নগরীর দেওভোগ এলাকার মরহুম দৌলত খানের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ৯০ দশকের শুরুতেই ওসমান পরিবারের সাথে বিরোধের জের ধরে হারাতে হয় তার বোন জামাতা শহীদ সোহেলকে। ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বার বার কারা বরন করেন তিনি। গত ১৯৯৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গডফাদার শামীম ওসমানের অপকর্মের বিরুদ্ধে কথা বলায় একাধীক মিথ্যা মামলায় কারা বরন হতে হয় জাকির খানকে। ২০০১ সালের নির্বাচনের পূর্বে জামিনে মুক্তি পান জাকির খান। শহরের ডিআইটিতে আয়োজন করা হয় সংবর্ধনার। তার সংবর্ধনা অনুষ্ঠানে শহরের নিতাইগঞ্জ হতে চাষাঢ়া পর্যন্ত ও শাখা রোডেও জড়ো হয়েছিলো লক্ষ লক্ষ জনসাধারন।

তার এই গণসংবর্ধনায় সে সময় বোঝাগিয়েছিলো আগামিতে বিএনপি ক্ষমতায় আসবে। সে নির্বাচনে নারায়ণগঞ্জ ৫টি আসনের নির্বাচনি প্রচারনায় তার উপস্থিতি ছিলো আকর্ষনিয়। নির্বাচন বিষয় নয় এক বীর জাকির খানকে দেখতে দলমত নির্বিশেষে জনসভাগুলোতে উপস্থিত হয়েছিলো জনসাধারন। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদল থেকে অবসর নেয়ার পর জেলা বিএনপির কাউন্সিলে জেলার সাধারন সম্পাদক প্রার্থী হন জাকির খান। তার বিরোদ্ধে প্রার্থী হন তৈমুর আলম খন্দকার। জাকির খানকে পরাস্ত করতে নিজের ভাই সাব্বির আলম খন্দকারকে হত্যা করিয়ে দেশ ছাড়তে বাদ্ধ করেন জননেতা জাকির খানকে। বিদেশের মাটিতে বা দেশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিকে শক্তিশালী করতে তার অনুসারিদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। বিগত স্বৈরাচারি আওয়ামী সরকার আমলে জাকির খান তার অনুসারীদের দিক নির্দেশনা দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। মুক্ত জিবন বা জেল জিবনে থাকলেও অসহায় গরিব জনসাধারনের সেবা করে চলেছেন তিনি, তাই তাকে বলা হয় গরিবের বন্ধু। খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট লাগবে তিনি কাজ করে চলেছেন।

তাই জাকির খানকে বলা হয় খেটে খাওয়া মানুষের শক্তি। দীর্ঘদিন জাকির খানের সাথে যোগাযোগ না থাকা তার এক কর্মি তার ফেস বুক আইডির ম্যাসেঞ্জারে একটি লাকের সাথে সাথে ভেসে এলো আমি আছি নারায়ণগঞ্জবাসীর প্রানে। কর্মিটি হেসে বল্লেন সত্যি জাকির খান আছেন আমাদের প্রানে। তাই বলা বাহুল্য বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)কে আরো শক্তিশালি করতে জাকির খানকে জেলার গুরুত্বপুর্ণ দায়িত্ব দিলে দল হবে শক্তিশালি ও মানুষের হবে আস্থার ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট