রূপগঞ্জের পূর্বাচল উপশহরে নিয়ন্ত্রন হারিয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টর ভুইয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রউফ ও শিপন। তবে তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি। তারা যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী বলে জনা গেছে।
নিহতদের বন্ধু রাকিব জানান, আমরা সবাই যমুনা ফিউচার পার্কে মোবাইলের ব্যবসা করি। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন বন্ধু মিলে ৬টি মোটর সাইকেলে করে ঢাকার থেকে ৩’শ ফিট হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা পূর্বাচল ৩ নং সেক্টরে এসে পৌঁছলে আব্দুর রউফ ও শিপনের বহনকারী হোন্ডা নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে।
এ সময় আব্দুর রউফ ও শিপনের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। তবে ভাগ্যেক্রমে মোটর সাইকেল চালক দুজনই অক্ষত অবস্থায় আছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।