1. ajkernirbangla@gmail.com : দৈনিক আজকের নীর বাংলা : দৈনিক আজকের নীর বাংলা
  2. info@www.ajkernirbangla.com : দৈনিক আজকের নীর বাংলা :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

ফতুল্লায় ছিন্তাইকারী আক্ষাদিয়ে ছাত্রলীগ কর্মী কামরুলকে পিটিয়ে হত্যা!

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে নাহিদ ইসলাম কামরুল নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।

গত রোববার(১৫ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন রোড হক রোলিং মিলের ভিতরে গণপিটুনি দিয়ে কামরুলকে হত্যা করা হয়েছে। তবে কামরুলকে ছিনতাইকারী পরিচয় দিয়ে হত্যাকান্ডের মুল বিষয়টি আড়াল করার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও মিঠু মিয়ার ছেলে মোঃ সাগর ও তার ভাই সিদ্দিকের বিরুদ্ধে। সন্ধায় আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায় যে, ঘটনার দিন সকাল আনুমানিক ১০টায় ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর তার ভাই সিদ্দিকের নির্দেশে স্বচ্চয়, জীবন, আরিফ, অনিক, শান্ত, আল আমিন, বাত্তি বাবু, রুবেলসহ ১৫/২০ জন মিলে কামরুলের বাসার সামনে অবস্থান নেয়। এ সময় আরিফ ও স্বচ্চয় কামরুলকে নাজমুল গামর্ন্টের সামনের একটি চায়ের দোকানে ডেকে নিয়ে আসে এবং স্বচ্চয় সার্টের কলার চেপে টেনে নিয়ে যায় মুন্নি ফানর্চিারে সেখানে বেধরক মারধোর করে। এর পর সাগর ও সিদ্দিক তাকে হোন্ডায় করে হক রোলিং মিলের ভেতরে নিয়ে বেদম প্রহার করে গুরুতর আহত করে। তারা আরও জানান যে,কামরুলকে যখন সাগর, সিদ্দিক ও তার বাহিনীর সদস্যরা জোড় করে ধরে নিয়ে আসে তার পুরো ভিডিও ফুটেজটি সেখানে অবস্থিত নাজমুল গার্মেন্টস এ রক্ষিত সিসি ক্যামেরায় ধারন করা রয়েছে। এ ছাড়াও রাস্তার আশপাশ এলাকায় অনেক সিসি ফুটেজ চেক করলেই প্রকৃত অপরাধীদের দৃশ্যগুলো দৃশ্যমান হয়ে উঠবে। তারা আরও জানান, এর আগে সকাল ১০ টায় তাকে তক্কার মাঠ এলাকা থেকে ধরে নিয়ে আসে জীবন ও আরিফ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, নিহত নাহিদ ইসলাম কামরুল বিগত সময়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটনের ভাগিনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবুর সাথে ছাত্রলীগের রাজনীতির সাথে সর্ম্পৃক্ত ছিলো। এছাড়াও ফতুল্লা পাইলট স্কুলের আশপাশ এলাকাতেই বিগত সময়ে আড্ডা দিতো। মুলত বাবুর সাথে রাজনীতি করাটাই যেন কাল হয়ে দাড়িয়েছিলো নিহত নাহিদ ইসলাম কামরুলের। তারা আরও বলেন, কামরুলকে যখন সাগর ও সিদ্দিকের নেতৃত্বে ও নির্দেশে ধরে এনে হক রোলিং মিলের ভেতরে বেদম প্রহার করা হয় তখন তার ডাকচিৎকারে আশপাশের লোকজনের কান পর্যন্ত পৌছালেও সেই আবদ্ধ চার দেয়ালের ভেতরে ভয়ে কেউ প্রবেশ করতে পারেনি। তাছাড়া সেই নির্যাতনের সেলের ভিতরেও সিসি ক্যামেরা রয়েছে যা চেক করলেই নির্যাতনের অনেক ফুটেজ পাওয়া যাবে। তারা আরও জানান, এক সময়ে যুবলীগ নেতা আলআমিনের নিয়ন্ত্রনে ছিলো হক রোলিংয়ের ভেতরের অফিসটি যা ৫ আগষ্টের পর হতে দখলে নিয়ে যায় সাগর ও সিদ্দিকী। আর এখানে বসেই বিভিন্ন অপকর্ম করছেন তারা। সাগর ও সিদ্দিকের আশপাশে প্রভাবশালী নেতারা থাকার কারনে কেউ তাদের অপরাধের বিরুদ্ধে টুশব্দ করতে সাহস পায়না। এক কথায় বলতে গেলে হক রোলিংয়ের ভেতরে থাকা এ অফিসটিকে সাগর ও সিদ্দিক একটি টর্চার সেল হিসেবে গড়ে তুলেছেন।

নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর থানার পশ্চিম চর কৃষ্টপুর গ্রামের মাইনুদ্দিন পাটোয়ারীর ছেলে। মাইনউদ্দিন পাটোয়ারী সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়ন রেজি নং-৩৫৬১’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পরিবারসহ ফতুল্লা থানার তক্কারমাঠ এলাকায় ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী সোনালী আক্তার বলেন, আমার স্বামী বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ও ছবি তোলেন। সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই সে খানপুর হাসপাতালে আছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই। সাগর ও সিদ্দিকসহ তার লোকজন আমার স্বামীকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর করে হত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট