গতকাল বুধবার দুপুরে ওড়না পেঁচিয়ে জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে নারায়নগঞ্জে রূপগঞ্জ উপজেলার সাওঘাট নয়াপাড়া এলাকার কামাল মাষ্টারের বাড়িতে।
নিহতের নাম সানজিদা আক্তার বিথি (২২) । সে যশোর জেলার ডুমুরিয়া থানার কামারকান্দা এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। তার স্বামীর নাম জয়মুন হাসান। সে স্থাণীয় একটি কারখানায় চাকরী করে। তারা কামাল মাষ্টারের বাড়িতে ৪ মাস যাবৎ ভাড়া থাকে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নিহতের স্বামী জয়মুন হাসান জানান, সকালে অফিসে যাওয়ার আগে আমার স্ত্রী সাথে কথা কাটাকাটি হয়। পরে তাকে বাসায় রেখে আমি অফিসে চলে যাই। অফিসে গিয়ে ১২ টার সময় তাকে ফোন করে পাওয়া যায়নি। পরে আমি দুপুরে খাবার খেতে বসায় আসলে দরজা আটকা দেখে বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখি। পরে পুলিশে খবর দেই।
পুলিশের এসআই ফরহাদ জানান, লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। পোষ্ট মর্টেমের কাজ শেষে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।