রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭টি বছর ধরে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আসছে।
এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক শাহাদাত কায়সার শহীদ, পরিচালনা কমিটির পক্ষে মো. ফারুক আহমেদ, নাজমুল হাসান, নাছির উদ্দিন ভূঁইয়া, আ. মান্নান, ফাতেমা বেগম, ফজিলুতুন্নেছা বেবী, আহমদ উল্ল্যাহ আশিক, সাইফুল ইসলাম, লায়লা আঞ্জুমানা, হাবিবুর রহমান, নাসরিন আক্তার, ফেরদৌসী জাহান নীলা, আকলিমা খাতুন’সহ অংশগ্রহণকারী কিন্ডারগার্টেনের শিক্ষকগণ।
বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক শাহাদাত কায়সার শহীদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে অত্যন্ত স্বচ্চতা ও সুচারুভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। দিন দিন এই বৃত্তি পরীক্ষার সুনাম বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়লে বিগত বছরের তুলনায় চলতি বছরে এ বৃত্তি পরীক্ষার আরো ব্যাপক প্রসার ঘটে। যার কারণে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে তা সত্যি প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষা ক্ষেত্রে তাদের মনযোগি করা, শিক্ষার্থীরা যেন শিক্ষাটাকে আনন্দ হিসেবে নেয় এবং তাদের মধ্যে মেধার প্রতিযোগিতার পাশাপাশি তাদের ভিতর জরতা কাটাবার জন্য এ বৃত্তি পরীক্ষা।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন। শিক্ষার্থীদেরকে মেধা বিকাশ ও এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণে উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য ও বলে জানান তিনি।