1. ajkernirbangla@gmail.com : দৈনিক আজকের নীর বাংলা : দৈনিক আজকের নীর বাংলা
  2. info@www.ajkernirbangla.com : দৈনিক আজকের নীর বাংলা :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানগাড়ি চালক জামাই শ্বশুরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধিন ভবনের তিন তলায় লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়াপদ (৪৫) ও নীলদাস (৬০) নামে দুই জামাই-শ্বশুর ভ্যান গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী বড়পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এঘটনা ঘটে।

নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মনের ছেলে আর নীলদাস একই থানার পাথরখুড়া গ্রামের হরিসের ছেলে। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া। তারা সম্পর্কে দুজন জামাই শ্বশুর বলে জানা গেছে।

বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। গাড়ি চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেল গুলো ভবনের তিন তলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধানতা বশত লোহার এঙ্গেল ভবনের উপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পৃষ্ট হয়ে তারা তিন তলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। পরে তাদেরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে নিহতদের স্বজনদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, নির্মাণাধিন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন ভ্যানগাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি। বাড়ির মালিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট