নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-১৭২৪) এর অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিঃ নং ঢাকা-৩৫৬১) এর আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আছর নগরীর ১নং রেল গ্ইেট প্রধান কার্যালয়ে এ শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের আহবায়ক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১)’র প্রধান উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৫৮৪) এর সভাপতি মোঃ সেলিম হোসেন।
প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বলেন, একতাই শক্তি একতাই বল, তাই সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। শ্রমিকের কষ্ট লাঘবে আজ এই কম্বল বিতরনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমি ছাত্র জিবন থেকে শ্রমিকের কল্যানে কাজ করে চলছি। বাকি জিবনও শ্রমিকের কল্যানে কাজ করে যাবো।
নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) এর আইন বিষয়ক উপদেষ্টা এম. আর. হায়দার রানা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের সদস্য সচিব মোঃ মিলন।
ও-ই শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিনটি পরিচালনায় ছিলেন, নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ বিল্লাল হোসেন খোকন, মোঃ ফরিদ, মোঃ দলু শেখ, মোঃ আবু সাঈদ।