ভৌমিক স্বর্ণ শিল্পালয় দোকান থেকে নগদ টাকাসহ ৭৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। গত শুক্রবার নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল উত্তর পাড়া এলাকাস্থ ভৌমিক স্বর্ণ শিল্পালয় নামক দোকানে রাত ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক সঞ্জিত ভৌমিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দোকানের মালিক সঞ্জিত ভৌমিক জানান, ২০ বছর যাবৎ এখানে ব্যবসা করে আসছি। প্রতিদিনের মতো ঐদিনও রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর ৫ টায় দারোয়ান আইয়ুব আলী আমাকে ফোন করে বলে আপনার দোকানে তালা মারা নাই। এ সময় দৌড়ে আমি দোকানে আসিয়া দেখি দুইটি সাটারের মধ্যে ১টির তালা নাই। তখন ভিতরে প্রবেশ করিয়া দেখি দোকানের ভিতরে থাকা কর্মচারীদের ড্রয়ার ভাঙ্গা অবস্থায় আছে। চোরের দল দোকানে লোহার সিন্ধুকে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৪০ ভরি বিভিন্ন স্বর্ণালংকার যাহার বর্তমান মূল্যে ৫২ লাখ টাকা এবং ৪’শ ভরি ওজনের রূপার গহনা যাহার বর্তমান মূল্যে প্রায় ৭ লাখ টাকাসহ মোট ৭৫ লাখ টাকার গহনা চুরি করে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৪ জন চোর সাটারের তালা কেটে এক এক করে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা ৩জন কাঠের তৈরি ১টি মেইন ড্রয়ার দোকান থেকে টেনে বের করছে। এরকজন দোকানে থাকা গহনা খুঁজছে। সবশেষে ৪ জন মিলে লোহার তৈরী ১টি সিন্ধুক টেনে হেচড়ে দোকান থেকে বের করছে। এরপর একটি পিকআপে করে গোলাকান্দাইল হাটের দিকে দ্রুত চলে যায় চোরের দল।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা ফার্ড়ি ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ হাতে পেয়েছি। অপরাধীদের সনাক্ত করন ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।