
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে টাকা চেয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) আনিসুর রহমান দিপুর নিজ ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বিশ্বজুড়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জয়জয়কার। অনেকেই এই সামাজিক মাধ্যমে হয়েছেন প্রতারণার শিকার। আবার বিভিন্ন অপরাধেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। এসব অপরাধে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের অনেক চক্র। সাইবার দুর্বৃত্তদের বড় একটি প্রতারণার ফাঁদ ফেসবুক। সম্প্রতি বিশ্বজুড়ে ঘনিষ্ঠ ও পরিচিতজনের ছদ্মবেশে ফেসবুক মেসেঞ্জারে টাকা চাওয়ার হার বেড়ে গেছে অকল্পনীয় ভাবে।
ফেসবুক প্ল্যাটফর্মের পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করে প্রতারণা করছে দুর্বৃত্তরা। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট হ্যাক করে ফেসবুক ব্যবহারকারী বন্ধুর ছদ্মবেশে অর্থ চাওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে ছবি ও তথ্য নিয়ে ভুয়া প্রোফাইল তৈরি করে আত্মীয়-স্বজন বা বন্ধুর সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের ঘটনা প্রায়ই আসছে সংবাদমাধ্যমে। এভাবে ঘরে-বাইরে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। নানা কৌশলে ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এসব সাইবার দুর্বৃত্তরা।
সচেতন মহল বলছে, সাইবার দুর্বৃত্তদের বড় একটি প্রতারণার ফাঁদ ফেসবুক। এই বিষয়ে সর্তক না হলেই পড়তে পারেন নানা প্রতারণায়। ফেসবুকের এই স্ক্যাম, ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই পড়ছেন নানান জটিলতা ও প্রতারণার ফাঁদে। এদিকে বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও প্রশ্নফাঁস থেকে শুরু করে যৌন হয়রানিসহ ঘটছে বিভিন্ন ঘটনা।