
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার আলি হোসেনের ছেলে ড্রাইভার মোঃ সুজন মিয়া একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে ব্যাপক আলোচনা ও সমলোচনা চলছে সর্বত জুড়ে। এক সময়ের আন্ডার ওয়াল্ডের মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই ও ইন্ডিয়ার আরেক মাফিয়া দাউদ ইব্রাহিম সাথে ফেসবুক পোস্টে ড্রাইভার সুজন সামাজিক মাধ্যম ফেসবুকে পোষ্ট করে লেখেন। আজিজ মোহাম্মদ ভাই ও ইন্ডিয়ান কিং দাউদ ইব্রাহিম সাথে পারসোনাল মিটিং মাই বস আজিজ মোহাম্মদ ভাই। ছবির লোকেশন ব্যাংকক থাইল্যান্ড নাম জুড়ে দেন।
ললাটি এলাকার জলিল মিয়া জানান সুজন ও তার পিতা গাড়ি চালক। সংসার চালাতে নূন আনতে পানতা ফুরায় আর এখন সে থাইল্যান্ড গিয়ে আন্ডার ওয়াল্ডের মাফিয়াদের সাথে ঘুরে সেলফি তুলে। বিষয়টি নিয়ে সোনারগাঁ উপজেলায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। তার থাইল্যান্ডে যাওয়ার পিছনে বড় কোনো অপরাধের ঘটনা থাকতে পারে বলে মনে করেন অনেকে। ললাটি এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলতে সে কিশোর গ্যাং ঘঠন করছে।
খবর নিয়ে আরো জানাযায়। সুজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন, কাঁচপুরে ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসী বাহিনির সাথে মিলে দফায় দফায় হামলা চালায় নিরিহ ছাত্রজনতার উপর। প্রসাশনের নিরবতার কারনে নজরদারি না থাকায় একজন গাড়ি চালক সন্ত্রাসী হয়ে উঠেছে।
ড্রাইভার সুজন কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে ছবির পেছনের রহস্য কি বের করার দাবি জানান সচেতন মহল।