
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যার বাজার নৌঘাট সংলগ্ন একটি বিশেষ সেমিনারে নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। “জলের কথা” শিরোনামে রবিবার সেমিনারটির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নদীসমূহের অবহেলা ও দূষণের কারণে স্থানীয় জনগণের জীবনযাত্রায় যে মারাত্মক প্রভাব পড়ছে, তা তুলে ধরেন। বিশেষ করে নদীজীবী সম্প্রদায় তাদের জীবিকার জন্য নদীর ওপর নির্ভরশীল, অথচ নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের কারণে তাদের জীবিকা বিপন্ন হয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা কিছু সমাধান প্রস্তাব করেন, যেমন অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, শিল্প বর্জ্য পরিশোধন এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি। তারা বলেন, সম্প্রতি হাই কোর্টের রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা নদী রক্ষায় সরকারের ভূমিকা আরও কার্যকর করবে।
এদিনের সেমিনারে নদী সংরক্ষণে একতাবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সবার সম্মিলিত উদ্যোগে নদী রক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়