নারায়নগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে বিএনপি নেতা জামাল সরদারের নেতৃত্বে ও আয়োজনে মাদক বিরোধী লী্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) বিকাল ৩ টায় মাদক বিরোধী লী্যাটি ডিক্রীরচর বাজার থেকে শুরু হয়ে কুড়েরপাড়, গোপচর,ক্রোকেরচর ঘুরে গঞ্জকুমারিয়া গিয়ে শেষ হয়।
আলীরটেক ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,আলীরটেক ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,আলীরটেক ছাত্রদলের সাবেক সভাপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল সরদারের নেতৃত্বে কয়েক শতাধিক মানুষ রেলীতে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সালাম পাঠান, শাহাবুদ্দিন পাঠান, আব্দুর রহিম সরদার, আজহারুল ইসলাম, আকতার হোসেন, মনির হোসেন,ইয়াছিন,সাব্বির, সাকিব,তানজিল,শফিকুল, সাইফুল, মোঃ সাকিব, আবির, হাসান, সোহাগ, সিয়াম, না
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল সরদার বলেন,সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে আগে সচেতন করে তুলতে হবে।যে বা যারা মাদক বিক্রি করে তাদের তালিকা করে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।আমার সন্তানদের মতো আপনাদের সন্তান যেন সু মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে জন্য সবধরনের সহযোগিতা প্রদান করবো।মাদক বিক্রেতারা বখাটে প্রকৃতির হয় এরা কয়েকজন।
আমরা বেশীর ভাগ মানুষ হয়রানির ভয়ে কিছু বলিনা।এটা ঠিক নয়।আপনারা শুধু সহযোগিতা করবেন।তারেক জিয়ার ঘোষনা কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবেনা।