আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে বলিউড সরগরম সাইফ আলির ওপর হামলার ঘটনা নিয়ে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। এরপর থেকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে নায়ক। তাকে দেখতে যাচ্ছেন বি টাউনের তারকারা। এরই মধ্যে অর্জুন-মালাইকার কাকতালীয় উপস্থিতি চমক সৃষ্টি করল।
বলিউড সূত্রের খবর, মালাইকা আরোরা তার বোন অমৃতা আরোরা সঙ্গে হাসপাতালে পৌঁছালেও অর্জুন একাই প্রায় একইসময়ে হাসপাতালে যান। তবে বের হওয়ার সময় একসঙ্গেই দেখা যায় তাদের।