বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে সিনেমায় অভিনয়ের চেয়ে আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায়। যদিও অসাধারণ নাচের মুদ্রায় দর্শকদের সবসময়ই মুগ্ধ করেন নোরা। তার নাচের পারফর্ম করতেই বেশি ভালো লাগে এমনটি অনেক আগেই বলেছেন নোরা।
তবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করারও ইচ্ছা প্রকাশও করেছেন। যদিও তাকে যোগ্য মূল্যায়ন বা সুযোগ দেয়া হয়নি বলে একাধিক সাক্ষাৎকারে জানান তিনি। এরমধ্যে নতুন গুঞ্জন ওঠেছে, বলিউড পেরিয়ে হলিউডে যাচ্ছেন অভিনেত্রী।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন নোরা ফাতেহি। সেখানে শুরু হলো তার মিউজিক অ্যালবামের যাত্রা। তবে চিরতরে বলিউডে অভিনয় ছাড়তে চলেছেন কিনা সে বিষয়ে চলছে জল্পনা।
তিনি আরও বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’
আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি।