চট্টগ্রাম নগরীতে পাঁচ হাজার বিদেশি সিগারেটসহ আটক এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার আটক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বান্দরবান সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে সিগারেটগুলো আনা হয়েছে। আটক রিপন বড়ূয়া (৩৫) বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপন বড়ুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ওরিস ব্র্যান্ডের পাঁচ হাজার প্যাকেট বিদেশি সিগারেটের এক লাখ শলাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন পুলিশকে জানিয়েছে, সিগারেটের চালানটি ভারতের মিজোরাম থেকে বান্দরবানে আসে। সেখান থেকে বাসে করে এনে বিক্রির জন্য চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।