রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে ফতুল্লা থানাধীন প্রশন্ননগর এলাকার এক কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আকবর আলী সুমন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন, দিদার হোসেন, মীর আলমগীর, মতিউর রহমান।
ফতুল্লা থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম প্রধান’র সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাসেম ঢালী, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম উল্লাহ প্রধান জুয়েল, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির সরদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাদশা মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ গাজী, মোশারফ হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।