দেশে জলজ প্রাণী ও সম্পদ ধ্বংস ও বিপুপ্তির পেছনে অন্যতম দায়ী এই অবৈধ কারেন্ট জাল আর এই অবৈধ কার্যকলাপ বন্ধ করতে সর্ব প্রচেষ্টা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ভয়ানয়ক সমুদ্র, বিপদজনক নদীর ঢেউ ঠান্ডা বাতাস নিরঘুমে সদা যাগ্রত বাংলাদেশ কোস্ট গার্ড। সকল ধরনের নদীমাতৃক চোরাচালান ও অবৈধ ভাবে জলজ সম্পদ লুটারাদের লুটপাট বন্ধ করতে এবং দেশের সম্পদ বাচাতে প্রচেষ্টায় আছেন তারা।