নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আধারে ঘরসহ বাড়ি লুটের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা আলী আজগরের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে,উপজেলার আড়াইহাজার পৌরসভা সদর এলাকায় ২৫ জানুয়ারী শনিবার দিবাগত রাত ২ঘটিকায়।
অভিযোগ সূত্রে জানাযায়,স্থানীয় মৃত তোফাজ্জল হোসেনের কন্যা ইমরানা আক্তার তার শিশু পুত্র নিয়ে রাতে ঘুমিয়ে থাকা অস্থায় একদল লোক দেশীয় অস্ত্র সহ তার বাড়িতে হানা দেয়। ডাকাত ভেবে ইমরানা আক্তার তার শিশু পুত্র তাসিম (০৮) কে নিয়ে ঘর হতে বাহিরে এসে দেখতে পায় স্থানীয় বিএনপি নেতা আলী আজগর ও তার পুত্র মুন্না সহ বহু লোক তার উঠনে দেশীয় অস্ত্র নিয়ে দাড়িয়ে রয়েছে। ঐ সময় সে আত্মরক্ষার্থে বাড়ি থেকে দূরে সরে আসে এবং থানায় এসে ওসিকে অবগত করে। পরে বাড়িতে গিয়ে দেখতে পান তার বাড়ির দুইটি ঘর ও ঘরে থাকা স্বর্নালংকার সহ ১০ লক্ষ টাকার যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে বিএনপি নেতা আলী আজগর ও তার লোকজন।
ইমরানা আক্তার জানান,লিজকৃত বাড়ির জায়গা দখলে নেওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতা আলী আজগর পায়তারা করে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছিল বলে জানান। তার প্রেক্ষাপটে রাতের আধারে তার পরিবারকে উচ্ছেদ ও বাড়ি দখলের জন্য বাড়িতে হামলা চালিয়ে সকল মালামাল সহ দুটি ঘর লুটপাট করে নিয়ে যায় বলে জানান। এ ঘটনায় ইমরানা আক্তার ২৬ জানুয়ারী রবিবার আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আলী আজগর জানান,এ সম্পত্তি সে লিজ নিয়ে ভোগ দখলে ছিল। বিগত সরকারের আমলে জোর করে তার সম্পত্তি দখল করে নেয় ইমরানা আক্তার সহ তার ভাই ভিপি নাঈম। তবে বাড়ি ভাংচুর ও লুটের ঘটনা সে জানেনা বলে জানান।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি তদন্ত করা হচ্ছে।