1. ajkernirbangla@gmail.com : দৈনিক আজকের নীরবাংলা : দৈনিক আজকের নীরবাংলা
  2. info@www.ajkernirbangla.com : দৈনিক আজকের নীর বাংলা :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যক্রমে নারায়ণগঞ্জে চির স্মরণীয় হয়ে থাকতে ও ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের উপর হামলা করলেন ডা: রেজাউল  কোথায় হাসিনা? কোথায় শামীম ওসমান? পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়: ডাঃ শফিকুর রহমান না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা না’গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচন হতে পিছু হটলেন ৭ প্রার্থী বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধন করেছেন কবি মোহন রায়হান জুলাই-আগস্ট আন্দোলনে নিহত-আহতদের জন্য বিশেষ অধিদপ্তর করা হচ্ছে-মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড বিএনপির আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

মনিরুল ইসলাম মনির
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ মাদানী নগর এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন।

রবিবার ( ২৬ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ মাদানী নগর এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, জনগণকে তিনটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি। তারা প্রস্তুত হয়ে আছে। তারা আগ্রহ নিয়ে বসে আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজের ভোট অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা আপনারা পূরণ করবেন বলেই আমরা প্রত্যাশা রাখি। যদি সেটা না হয় প্রধান উপদেষ্টা কে নিয়ে আমরা যে গর্ব করি সেটা সম্পূর্ণ ম্লান হয়ে যাবে।

গিয়াসউদ্দিন আরও বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে এমনটাই দেখতে চাই। সৎ মানুষের সম্মান এই সমাজে বৃদ্ধি করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মহামূল্যবান সম্পদ আমাদের সন্তানকে লেখাপড়া করিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা দেখতে চাই মেধাবী এবং ভালো মানুষের ছেলে মেয়েরা যেন রাজনীতিতে পদায়ন করে। রাজনীতিতে ভালো পদ-পদবী তারা পাবে যারা শিক্ষায় ও সততায় অগ্রসর। এছাড়াও সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কে তারা দখল করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করতে হবে। যারা সুশিক্ষিত দক্ষ এবং সৎ তাদের দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালিত করতে হবে। অশিক্ষিত, অসৎ চরিত্রের অধিকারী কেউকে দিয়ে এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। আমরা আগামীতে সিদ্ধিরগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই।

সভায় তিনি আরও বলেন, জনগণকে তিনটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি। তারা প্রস্তুত হয়ে আছে। তারা আগ্রহ নিয়ে বসে আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজের ভোট অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা আপনারা পূরণ করবেন বলেই আমরা প্রত্যাশা রাখি। যদি সেটা না হয় প্রধান উপদেষ্টা কে নিয়ে আমরা যে গর্ব করি সেটা সম্পূর্ণ ম্লান হয়ে যাবে।

গিয়াসউদ্দিন আরও বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে এমনটাই দেখতে চাই। সৎ মানুষের সম্মান এই সমাজে বৃদ্ধি করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মহামূল্যবান সম্পদ আমাদের সন্তানকে লেখাপড়া করিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা দেখতে চাই মেধাবী এবং ভালো মানুষের ছেলে মেয়েরা যেন রাজনীতিতে পদায়ন করে। রাজনীতিতে ভালো পদ-পদবী তারা পাবে যারা শিক্ষায় ও সততায় অগ্রসর। এছাড়াও সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কে তারা দখল করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করতে হবে। যারা সুশিক্ষিত দক্ষ এবং সৎ তাদের দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালিত করতে হবে। অশিক্ষিত, অসৎ চরিত্রের অধিকারী কেউকে দিয়ে এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। আমরা আগামীতে সিদ্ধিরগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। ২০০১ সালের বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমরাই সিদ্ধিরগঞ্জের পৌরসভা হিসেবে গঠন করেছিলাম। তৎকালীন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দাবি পূরণ করেছিলেন এবং এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। সিদ্ধিরগঞ্জে অনেক উন্নয়ন করা সম্ভব সিটি কর্পোরেশন দিয়ে। আর এই উন্নয়নের পথ তৈরি করে দিয়েছে বেগম খালেদা জিয়ার সরকার। যদি আবারও বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলে ২০০১ সালের ন্যায় সিদ্ধেরগঞ্জে যতগুলো উন্নয়নের কাছে বাকি আছে সবগুলো সম্পন্ন করব।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৌয়ব হোসেন এর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, ডি এইচ বাবুল, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ড. মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট