1. ajkernirbangla@gmail.com : দৈনিক আজকের নীরবাংলা : দৈনিক আজকের নীরবাংলা
  2. info@www.ajkernirbangla.com : দৈনিক আজকের নীর বাংলা :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যক্রমে নারায়ণগঞ্জে চির স্মরণীয় হয়ে থাকতে ও ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের উপর হামলা করলেন ডা: রেজাউল  কোথায় হাসিনা? কোথায় শামীম ওসমান? পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়: ডাঃ শফিকুর রহমান না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা না’গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচন হতে পিছু হটলেন ৭ প্রার্থী বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধন করেছেন কবি মোহন রায়হান জুলাই-আগস্ট আন্দোলনে নিহত-আহতদের জন্য বিশেষ অধিদপ্তর করা হচ্ছে-মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

প্রত্যাহারের সময় পেরোনোর পরও লেবাননে ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রত্যাহারের সময়সীমা রোববার ভোররাতে পেরিয়ে যাওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থান জারি রেখেছে ইসরায়েল। এর মাঝেই দক্ষিণ লেবানে ইসরায়েলি সামরিক আদেশ উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘরে ফেরার চেষ্টার সময় ইসরায়েলের সেনাবাহিনীর গোলার মুখে পড়েছেন। রোববার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের নির্ধারিত (রোববার ভোর) সময়সীমার বাইরেও দক্ষিণ লেবাননে সৈন্য মোতায়েন রাখবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহর অস্ত্রমুক্ত করার জন্য লেবানন এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার হামলায় নিহতদের মধ্যে লেবাননের এক সৈন্য রয়েছেন বলেও লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারে ইসরায়েলি বাহিনী গড়িমসি করছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত লেবাননের সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত ও আরও ৮৩ জন আহত হয়েছেন। ওই অঞ্চলের দখলকৃত শহরে হাজার হাজার নাগরিক প্রবেশের চেষ্টার সময় ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে সন্দেহভাজন লেবানিজ নাগরিকরা ইসরায়েলি সৈন্যদের দিকে যাওয়ার চেষ্টা করেছে। সৈন্যরা দক্ষিণ লেবাননে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গুলি চালিয়েছেন। ওই সময় হুমকি তৈরি করা কয়েকজন সন্দেহভাজনকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তারও করেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন দক্ষিণ লেবাননের কয়েকটি জায়গা থেকে সরাসরি সম্প্রচার করেছে। এতে দেখা যায়, রোববার ভোরের দিকে সেখানকার বাসিন্দারা তাদের নিজ বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় কারও কারও হাতে হিজবুল্লাহর পতাকা ও যুদ্ধে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের ছবি দেখা যায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাতে লেবাননে প্রায় চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহর ১৪ মাস ধরে চলা সংঘাতের অবসানে ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার কথা রয়েছে। কিন্তু চুক্তি কার্যকরের মেয়াদ রোববার ভোর পেরিয়ে গেলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থা বলবৎ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট