
খতমে নবুওয়ত সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন এবং নারায়ণগঞ্জ উলামা পরিষদের কমিটি পুর্নগঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে জানুয়ারী) সকালে ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল (দা:বা) এর সভাপতিত্ব মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, কাশীপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, মাওলানা মুফিজুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, দারুল কোরআনের মুহতামিম মুফতী মামুনুর রশীদ, দেওভোগ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহমান, হাজীগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতী ইমরান হোসাইন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মুফতী মামুন ফেরদাউস, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, সোনারগাঁওয়ের মাওলানা উবাইদুল কাদের নদভী, বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, রূপগঞ্জের মাওলানা তানঈম মাদানী, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, উলামা কল্যাণ সভাপতি মুফতী ফয়জুল্লাহ, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ সহ বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
এর আগে সভায় নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়তের কমিটি গঠনের জন্য বিভিন্ন থানা থেকে আগত আলেমদের মতামতের ভিত্তিতে তিন জন করে এবং শীর্ষ কয়েকজন আলেমদের আহলে শূরা মনোনীত করা হয়। পরে আহলে শূরার বিশেষ সভায় কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জ উলামা পরিষদের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আল্লামা আব্দুল আউয়াল ও মুফতী জাকির হুসাইন কাসেমীকে সাধারণ সম্পাদক করে এবং খতমে নবুওয়তের জেলা সভাপতি হিসেবে মাওলানা আব্দুল কাদির ও মুফতী মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ পরিষদের সদস্য সংখ্যা হবে ৩১৩ জন।