নারায়গঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ফতুল্লার কোতালের বাগ মাদ্রাসা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১টার দিকে কোতালেরবাগ মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে।