
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি সিআই খোলা মা আমেনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম এ সকল শীতবস্ত্র বিতরণ করেন।
দৈনিক যায়যায়দিন এর সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি শাহনেওয়াজ ভুঁইয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইনাদি দারুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক হাজী আহমদ উল্লাহ, গাজী মনির হোসেন, দৈনিক যায়যায়দিন এর নির্বাহী সম্পাদক সতিষ সমাদ্দার বাবু, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি শাখাওয়াত হোসেন রাসেল, অর্থ সম্পাদক আফরিনা আক্তার, সদস্য মাসুম পারভেজ, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, আজকালের সংবাদ এর সম্পাদক আতিক আজিজ, দৈনিক জনকন্ঠ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খলিলুর রহমান, জাতীয় লেখক সোসাইটির সভাপতি কবি লুৎফর রহমান সরদার, আরটিভির জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন স্বপন।