খাজা মাঈনুদ্দিন চিশতী (রঃ) আল্লাহর একাত্মবাদের কথা বলে গেছেন বলে মন্তব্য করেছেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের প্রধান উপদেষ্ট কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) নারায়ণগঞ্জ শহরস্থ ১নং রেল গেইট নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের প্রধান কার্যালয়ের সম্মুখে ইউনিয়নের আয়োজনে খাজা মাঈনুদ্দিন চিশতী (রঃ) ৩৮তম পবিত্র ওরশ মোবারকে প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলকে এক আল্লাহর প্রেরিত পথে জীবন পরিচালিত করতে হবে। খাজা মাঈনুদ্দিন চিশতী (রঃ) এর মতো আদর্শবান আল্লাহর অলিগনকে অনুসরনের মাধ্যমে তাদের দেখানো পথে ধাবিত হয়ে নিজেদের ইহকাল ও পরকালের ব্যবস্থা করতে হবে।
নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (রেজি নং ঢাকা-৩৫৬১) এর আহবায়ক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মনোয়ার হোসেন শোখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরিফ হাসান চিশতী, মোঃ ডিউক সিকদার, উরশ কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ মিলনসহ বিশিষ্ট জনেরা।
সভায় প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন নারায়ণগঞ্জ দেওভোগ শাকিম আলী জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফকিরটোলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি নাহিদুল ইসলাম আল-কাদরী।
সন্ধা থেকে গভীর রাত অবদী হাজার হাজার ভক্ত আশেকানের উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে আশেকানদের মাঝে সুশৃংখল ভাবে নেওয়াজ বিতরন করা হয়।