অব্যাহত দূর্ঘটনারোধ ও নিরাপদ যাতায়াতের সুবিধায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার চড়পাড়ায় আন্ডারপাস নির্মাণের দাবীতে স্থানীয়৭ গ্রামের মুসুল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
৩১ জানুয়ারি শুক্রবার জুমআ নামাজের পর চড়পাড়া জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা বাইপাস সড়কে ২ ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়দের মাঝে বক্তব্য প্রদান করেন, এফএনএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব, চড়পাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মুসুল্লি আনিসুর রহমান শরীফ, আল আমিন,সোহান, দিপালী আক্তার, শাহিদা আক্তার প্রমূখ।
এ সময় শত শত নারী পুরুষ সড়কে যান আটকে দিয়ে কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কটি অন্যদিকে ৬ লেনের হলেও চড়পাড়া এলাকায় এসে একটি মহলের ইন্ধ্রনে ৮ লেন নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, চড় পাড়া সড়ক যা ঢাকা বাইপাস অতিক্রম করেছেন তা দিয়ে প্রাচীনতম হাট কাঞ্চন বাজারের লোকজন, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়, গ্রিণ ইউনিভার্সিটি, কাঞ্চন ভারচ চন্দ্র উচ্চ বিদ্যালয়, হাসপাতালের রোগীসহ চড়পাড়া, কাঞ্চন চৌধুরীপাড়া, কেরাবো, মতিভিটা, কলাতলী,নোয়াগাও,দিঘলিয়াসহ ৭ গ্রামের লোকজন যাতায়াত করেন। অথচ পুরাতন সড়কে গুরুত্বপূর্ণ স্থানে আন্ডারপাস না করে একটি কোম্পানিকে খুশি করতে ৩শ গজ দূরে নির্মাণ করছে। যা অন্যায়। এ সময় বক্তারা সঠিক স্থানে আন্ডারপাস না করলে লাগাতার সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারী দেন।