
জমির ক্রেতার নিকট চাঁদাবাজরা ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে না পেয়ে জমির মালিক ইমদাদুল হককে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের জামপুর মৌজার আরএস ৩১৯ নাং দাগে প্রায় ২৮ শতাংশ জমি জনৈক প্রফেসর ইয়ামিনের নিকট থেকে রেজিস্ট্রারী বায়না করেন ইমদাদুল হক। ওই এলাকায় জমি ক্রয়- বিক্রয় করলে আনোয়ার হোসেন, আউয়াল, গোলজার, শহিদুল্লাহ তামীম, রিপন সহ একটি চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রকে চাঁদা দিতে হয় নতুবা ওই এলাকায় কেউ জায়গা-জমি ক্রয়-বিক্রয় করতে পারেনা। এটি ইমদাদুল হক জানতো না। আর ওইখানের চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিকট এটাই ছিল ইমদাদুল হকের অপরাধ।
জামপুর মৌজায় ইমদাদুল হক জমি ক্রয় করায় উক্ত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র তার নিকট নগদ ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার ৫০ লাখ টাকা না দেয়ায় জমির মালিক ইমদাদুল হকে লোহার সাপল ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ওই সন্ত্রাসীরা। এ সময় তার বন্ধু আশরাফ সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করা হয়।
ঘটনার সময় সন্ত্রাসীরা ইমদাদুলকে জীবননাশের হুমকি দিয়েছে ওরা। এখন ইমদাদুল হক সন্ত্রাসী বাহিনীদের ভয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারছেনা।
এ ব্যাপারে ইমদাদুল হক বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে একটি পিটিশন মামলা (নং-৩২) দায়ের করছে।