বহুল আলোচিত মির্জা সেলিম অবশেষে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহসভাপতি হলেন। জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলকে শক্তিশালী করতে জাকির খানের যুগান্তকারী প্রদক্ষেপ হিসেবে তার ঘনিষ্ট সহযোগী মির্জা সেলিমকে দলের সহ-সভাপতি হয়েছে।
বিগত সময়ে কর্মিবান্ধব কর্মকান্ডের জন্য মির্জা সেলিম জাকির খানের আস্থা ভাজন হয়ে ওঠেন। নারায়ণগঞ্জ বিএনপির পরিক্ষিত নেতা জাকির খান থাকলেও তার ধ্যান জ্ঞান বিএনপিকে ঘিরে প্রতি মহুর্তেই তিনি বিএনপিকে শক্তিশালি করতে ত্যাগিও আদর্শবান কর্মিদের মুল্যায়নের মাধ্যমে দলকে শক্তি শালি করার কাজে নিয়জিত আছেন। ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি হলেন মির্জা সেলিম।
নম্র-ভদ্র কর্মিবান্ধব হিসেবে মির্জা সেলিমের বিএনপিতে আছে ব্যঅপক গ্রহণ যোগ্যতা। সকল ব্যাবসায়ী কৃষকদলের সহ সভাপতি হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর পাশপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি ধন্যবাদ জানান। তিনি জাকির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মির্জা সেলিম বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন মিথ্যা মামলায় কাররুদ্ধ জনতার নেতা জাকির খানের দ্রুত মুক্তির ব্যবস্থা করে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন।