গত ৩১ জানুয়ারি রোজ শুক্রবার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জাতীয় দৈনিক ভোরের সময়ের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন এর কাছ থেকে মানবাধিকার পদক গ্রহণ করছেন নারায়ণগঞ্জ জেলা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল
ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উজ্জ্বল সমাজসেবক পদক গ্রহণ করছেন।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন ভোরের সময় পত্রিকার প্রকাশক মিস রিনা বেগম, সভাপতিত্ব করেন ভোরের সময় পত্রিকার প্রধান সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময় পত্রিকার সারা বাংলাদেশের জেলা উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের সাংবাদিক বৃন্দ।